মেম্বরশিপ পেতে হলে একজন সদস্য এর যে সকল শর্ত পূরন করতে হবে।

অবশ্যই বাংলাদেশ এর নাগরিক হতে হবে।

কোন নির্দিষ্ট বিষয়ে ব্যাবসায়িক উদ্যোক্তা হতে হবে। উদ্যোক্তা হিসেবে সরকারি স্বীকৃতি থাকতে হবে। যেমন ট্রেড লাইসেন্স অথবা যুব উন্নয়ন বা বিসিক সদস্য হতে হবে।

সদস্য ফরম ১০০ ( একশত ) টাকা এবং বার্ষিক অনুদান ১০০০ ( একহাজার ) টাকা মোট ১১০০ টাকা প্রদান করতে হবে।

অত্র সংগঠন এর সদস্য হতে ইচ্ছুক ব্যাক্তিকে কমপক্ষে সংগঠনের ২ জন সদস্যের সুপারিস সহ নির্ধরিত আবেদন ফর্মে কাযকরী পরিষদের সভাপতি বরাবর আবেদন করতে হবে। সকল আবেদন সর্বোচ্চ পরিষদ এর চেয়ারম্যান কর্তৃক অনুমোদন হবে।

এই সংগঠনে যেকোন ব্যাসায়িক উদ্যোক্তা সদস্য হতে পারবেন যারা উদ্যোক্তা বা উদ্যোক্তা হওয়ার ইচ্ছে পোষন করে একসাথে কাজ করতে ইচ্ছুক। কিন্তু যারা ফেসবুকে ( অনলাইনে) শুধু সেলার হিসেবে আছেন কোন কিছু প্রডাকশন করেন না তারাও সদস্য হতে পারবে তবে ব্যাবসাকে যতদিন পেশা হিসেবে না নিতে পারবে তারা সাধারন সদস্য হিসেবে অনলাইন গ্রুপে  আমাদের পাশে থাকবেন।

সংগঠনের সদস্যদের শ্রেনী বিভাগঃ

স্মার্ট_উদ্যোক্তা_ফোরাম চারটি পরিষদ সমন্বয়ে পরিচালিত হবে। যথাঃ

১) প্রতিষ্ঠাতা সদস্য ২) সাধারন সদস্য ৩)  আজীবন সদস্য ৪ ) দাতা সদস্য

১) প্রতিষ্ঠাতা সদস্যঃ যাদের সার্বিক উদ্যোগে,স্বাক্ষরদানে, অর্থ ও শ্রমের ত্যাগের বিনিময়ে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে, তারা সকলেই প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে গন্য হবেন। উক্ত সদস্যগন সংগঠনের সাধারন সভা্য় উপস্থিত থেকে সর্বচ্চ পরিষদের সদস্য হিসেবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। 

২) সাধারন সদস্যঃ সংবিধানে বর্নিত শর্তাবলী সাপেক্ষে সদস্য লাভের জন্য যেকোন ব্যাক্তি আবেদনপত্র ফি ১০০/= টাকা এবং বার্ষিক ফি ১০০০/= টাকা প্রদান করে কার্যনির্বাহী পরিষদ এর অনুমোদন সাপেক্ষে সদস্য হতে পারবেন। 

৩) আজীবন সদস্যঃ কোন ব্যাক্তি সাধারন সদস্য লাভের পরে এককালীন ১০০০০/= টাকা বা সম পরিমান মূল্যের সম্পদ অনুদান হিসেবে প্রদান করলে তাকে সংগঠনের আজীবন সদস্য হিসেবে গন্য করা কবে।

৪) দাতা সদস্যঃ যিনি কমপক্ষে এককালীন ৫০০০০/= টাকা বা তার উর্ধ্বে যেকোন পরিমান নগদ টাকা বা সম্পদ অনুদান হিসেবে সংগঠনে প্রদান করে তাহলে তাকে সংগঠনের দাতা সদস্য হিসেবে গন্য করা হবে। এই সকল সদস্যগন সকল সাধারন সভায় উপস্থিত থাকতে পারবেন। এবং নিজ নিজ মতামত দিতে পারবেন। কিন্তু ভোট দিতে পারবেন না।