স্থায়ী মেম্বারঃ স্থায়ী মেম্বার হওয়ার জন্য এসোসিয়েশনের নির্ধারিত বাৎসরিক ফি জমা দিয়ে বিস্তারিত তথ্য সম্বলিত মেম্বার আবেদন ফর্ম পুরন করে জমা দিতে হবে।
স্থায়ী মেম্বার সুবিধাঃ
সাধারন মেম্বারদের সকল সুবিধা ছাড়াও স্থায়ী মেম্বারগন যে সকল বাড়তি সুবিধা পাবেন-
১। যেকোন পেইড প্রশিক্ষণ কোর্স ও কর্মশালায় ৩০% ছাড়ের সুবিধা ।
২। এ্যাসোসিয়েশন কতৃক আয়োজিত মেলা ও প্রদর্শনীতে ১৫% ছাড়।
৩। এ্যাসোসিয়েশন ও তার অংগ প্রতিষ্ঠানে নিজের উৎপাদিত পন্য পাইকারি বিক্রয় সুবিধা।
৪। এসোসিয়েশনের বিক্রয় কেন্দ্রে নিজের উৎপাদিত পন্য প্রদর্শনীর সুযোগ।
৫। নিজের কারখানার উৎপাদিত পন্য বিদেশে রপ্তানীতে সহযোগীতা।
৬। বিসিক,যুব উন্নয়ন সহ বিভিন্ন সরকারী দপ্তরের সাথে সংযুক্ত করা।
৭। এ্যাসোসিয়েশন কতৃক পরিচালিত মাল্টিভেন্ডর ওয়েবসাইটে ভেন্ডর করে পন্য বিক্রয় সুবিধা।
৮। যাদের ইকমার্স সাইট করতে সামর্থবান নয় তাদের জন্য অতি স্বল্প মূল্যে ওয়েবসাইট তৈরিতে সহযোগীতার সুযোগ রয়েছে।
৯। স্থায়ী মেম্বারগণ তাদের বাৎসরিক চাঁদা পরিশোধ করে এ জি এম এ উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এবং ইসি কমিটির নির্বাচনে নমুনেশন পেপার কিনতে পারবে।