আমরা স্রোতের বিপরীতে হাঁটছি বিষয়টি আপনাকে মনে রাখতে হবে। আমাদের লক্ষ্য একটি সেটি হল সুন্দর একটি পরিবার তৈরি করা।
ভোক্তা ও উদ্যােক্তা হবে ফ্যামেলি মেম্বার কেউ তার ফ্যামিলি মেম্বারকে খারাপ পণ্য দেয় না, অভদ্র আচরণ করে না এটাই সত্য। শুধু পণ্য নয় আমরা বিক্রি করবো বিশ্বাস আমরা বিক্রি করবো আস্থা, আমরা বিক্রি করবো আমাদের ভালোবাসা।
আমরা আমাদের আইডিয়া শেয়ার করবো,আমরা আমাদের উদ্যোক্তা ভাই-বোনদের উসাহিত করবো,লেগে থাকার জন্য তার পাশে সহযোদ্ধা হয়ে দাঁড়াবো,তার দক্ষতা উন্নয়নে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করবো,যেসব উদ্যোক্তা ভাই-বোনেরা পন্য ও পুঁজির জন্য ব্যবসা করতে পারছে না তাদেরকে আমরাই পণ্য দেবো,দেশের ৬৪ জেলা ও দেশের বাহিরে বাঙালি কমিউনিটির বিশ্বস্ত মার্কেটপ্লেস ও নেটওয়ার্ক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। যেখানে শুধু উদ্যোক্তা নয় সবার জন্য উপযুক্ত পরিবেশ থাকবে।
যেখানে আরো থাকবে বিনোদন,সাহিত্য চর্চা, মানবিক কাজ, সেচ্ছাসেবা, একে অপরের সুখে দুঃখের সাথী হবে।পজেটিভের সাথে নেগেটিভ এর বিরুদ্ধে।
এখানে স্বজনপ্রীতি, রাজনীতি, ধর্ম বিদ্বেষী, পুরুষ ও নারী বিদ্বেষী, পথ পদবির গ্রুপিং, এডমিন কর্তৃত্বের সুযোগ নেই, সে বিষয়ে আমরা জিরো টলারেন্স ঘোষণা।
এটা সাংগঠনিক সিদ্ধান্তে পরিচালিত হবে এই প্ল্যাটফর্ম এর মালিক সবাই, সবাইকে নিজের কাজ দিয়ে তার নিজের অবস্থান তৈরি করতে হবে কেউ কাউকে অবস্থান তৈরি করে দিতে পারে না। তোশামদ এর প্রয়োজন হবে না, শুধু ভালোবাসা একনিষ্ঠতা ও সৎ ইচ্ছার প্রয়োজন।
পরিশ্রম করবেন একজন আর তার ফল ভক্ষণ করবেন অন্যজন তেমন হওয়ার সুযোগ নেই তার বিরুদ্ধে তো আমাদের লড়াই স্বচ্ছতা আদর্শের জন্য হাজার কিংবা লক্ষ কোটি সদস্যের প্রয়োজন নেই কন্টিটি নয় কোয়ালিটি পূর্ণ ও এক্টিভ সদস্য হলে বেশি প্রয়োজন নেই অল্পতেই যথেষ্ট কথায় আছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।
তবে সহযোগিতা করার জন্য আমরা আপনার সহযোদ্ধা হয়ে সব সময় পাশে থাকবো, আপনাকে শুরু করতে হবে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে সাহস তো আপনাকেই করতে হবে আমরা তো আছি আপনার পাশে।
আমরা চাই না বিশ্ব রেকর্ড করতে লোক দেখানো সফলতার মার্কা গায়ে লাগাতে, লোক দেখানো সফল উদ্যোক্তা ও লাখপতি হতে। আমরা চাই রিয়েল উদ্যোক্তা হতে ইনকাম যাই হোক না কেনো তা যেন হালাল হয় আমরা ভালো থাকি সুস্থ থাকি।পরিবারের সাথে থাকি কেউ কারো প্রতিদ্বন্দ্বী না হই স্বামী স্ত্রী মা-বাবা ছেলে মেয়ে সবাইকে নিয়ে পথচলি।
আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের চাহিদার শেষ নেই তার কাছে যদি একটি স্বর্নের পাহাড় থাকে সে আরো একটা স্বর্নের পাহাড় চাইবে,মানুষের চাহিদা পূর্ণ হয় শুধু কবরের মাটি দিয়ে। তাই আমি বলছি আমরা সবাই যার যার অবস্থানে সুখী ও ধনী, যদি আমাদের ইনকাম থেকে চাহিদাটা কম হয় তাহলে আমি ধনী ও সুখী।
সর্বোপরি আপনারা আমাদের পাশে থাকবেন সহযোদ্ধা হয়ে স্মার্ট উদ্যোক্তা ও স্মার্ট জীবনের লক্ষ্যে এগিয়ে যাব আমরা সবাই একতাবদ্ধ হয়ে। এখানে কেউ কারো কর্মী না সবাই সহযোদ্ধা সবারই সম্মান সমান সবাইকে সম্মান দিয়েই আমরা কথা বলবো, হোক বয়সে কম বেশি, সময়ের সাথে পরিবর্তন হবে স্মার্টনেস আসবে সর্বক্ষেত্রে।
ভালোবাসা ও শুভকামনায়
মুহাম্মদ নজরুল ইসলাম নয়ন
নির্বাহী প্রধান
স্মার্ট উদ্যোক্তা ফোরাম SEF