চলমান উত্তপ্ত আবহাওয়া বিবেচনায় স্মার্ট উদ্যােক্তা ফোরাম SEF সারা দেশে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে।
আজ ১৩ই জুলাই ২০২৪ ইং শনিবার SEF খুলনা জেলা কমিটির উদ্যােগে খুলনা সোহরাওয়ার্দী কলেজে এই বৃক্ষ রোপণ ও বিতরণ দিয়ে এস ই এফ এর বৃক্ষ রোপণ কার্যক্রম শুভ উদ্বোধন করা হলো।
এতে উপস্থিত ছিলেন খুলনার প্যানেল মেয়র ২৫ নং ওয়ার্ডের কমিশনার জনাব আলী আকবর টিপু,আরো উপস্থিত ছিলেন খুলনা সোহরাওয়ার্দী কলেজের প্রিন্সিপাল ও প্রফেসর।
খুলনা পাশাপাশি ঢাকা,চট্টগ্রাম, রাজশাহী মাগুরা সহ দেশের বিভিন্ন প্রান্তে বৃক্ষ রোপণ ও বিতরণ হবে বনজ ও ফলজ বৃক্ষ।
এতে সহযোগী হিসেবে থাকবে আয়েশা নুরুল আলম ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও এস ই এফ এর উপদেষ্টা শেখ মনসুর সাহেব SEF এর প্রধান সমন্বয়ক মিজানুর রহমান ডিরেক্টর মৌমিতা কুন্ডু ডিরেক্টর আলহাজ্ব রিয়াদ আহমেদ এবং SEF এর কো-অর্ডিনেটর মডারেটর জেলা প্রতিনিধি টিম লিডার সহ অন্যান সদস্য বৃন্দ।
কর্মসূচি বাস্তবায়নে উপস্থিত ছিলেন খুলনা জেলার কো-অর্ডিনেটর খাদিজা খাতুন, রিনা ইসলাম, মুক্তি,সোনিয়া আক্তার, মাহামুদা বেগম, রোকেয়া রহমান, জেসমিন নাহার, শান্তা রহমান, সংযুক্ত রায়,সুমন,মাহফুজ,নাজমুন নাহার,কল্পনা মনি,লাকি আক্তার সহ আরো অনেকেই।